আমরা সাবাই চিন্তা করি কোয়েল পালন করলে কোথায় ডিম এবং পাখি বিক্রি করব। এ চিন্তা থাকাটা স্বাভাবিক কারন, একটা জিনিসের প্রতি শ্রম দিয়ে যদি তার সঠিক মূল্য না পাওয়া যায় তাহলে এর মত আর কষ্ট থাকে না।
আমি কোয়েল পাখি বিক্রি করতে কয়েকটি উপদেশ দিব। এখন বর্তমান অনেক স্থানে কোয়েল পাখির ডিম একটি পরিচিত খাবার। প্রথমে আপনার কোয়েল পাখি এবং ডিম সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। তাহলে আপনি ক্রেতাকে সঠিক ভাবে বুঝাতে পারবেন এর পুষ্টিগুণ সম্পর্কে।
প্রথমে আপনার স্বল্পপরিসরে করাটাই ভাল তাহলে বিক্রি করতে বেশি ঝামেলায় পোহাতে হবে না। ডিমের বাজার এখন প্রায় সবাই জানে। আপনার পাইকারি বিক্রির চাইতে খুচরা বিক্রি করে বেশি লাভ পা্ওয়া যায়। আর যদি খুচরা বিক্রি না করতে পারেন। তাহলে আপনার গ্রামের কয়েকটি হোকারের সাথে কথা বলুন তাহলে দেখবেন বিক্রি নিয়ে আর ঝামেলা থাকবে না।
পাইকারি বিক্রি করতে চাইলে ঢাকার নিমতলী পাখির বাজারে যোগাযোগ করুন, তাহলে বিক্রি নিয়ে আর কোন সমস্যা নাই। কিন্তু একটু দাম কম দিবে।https://youtu.be/FEr2YnB1NCM
